রশিদ সিদ্দিকীর কবিতা- আর কতো কাল
আর কতো কাল
রশিদ সিদ্দিকী
ভেলকি বাজি আর কতো কাল
দেখাবে কর্তা আমাদেরকে,
কত ঋণের গালিচা বিছাবে কুঁড়ে
চালার নিচে, কত ফুরাডান ঢালবে
উর্বর জমিতে আরো ধানের আশায়।
কত রঙিন পলিথিন চাষযোগ্য
মাঠে ছড়াবে প্রতিদিন সর্বনাশের,
তেজস্কিয়তায় রিজেক্ট গুঁড়ো দুধ
আর কতো ডিব্বা সাবাড় করবে
শিশুরা পুষ্টিহীনতার জন্য, কত
কোলেষ্টোরেল জমাট বাঁধবে
ভেজাল সয়াবিনে রক্তের শিরায়,
উঠে যাবে মাথার চুল, টাকের
পলকায় তবুও মাখবে বিদেশী
শ্যাম্পু, কতকাল বাজবে ব্যান্ড
ইংরেজি ঢঙে, দোতারার মেলোডি
সুরে নদীর শান্ত জলে কবে পাগল
হবে বিদেশিনী, কবে আসবে সব
বিলেতি সাহেবগণ এ দেশী পণ্য
নিতে কিনে। টাংগাইলের শাড়ি
আর পোড়া বাড়ির চমচম,
রাজশাহীর আম আর বগুড়ার দই,
কুমিল্লার রসমালাই, কালিয়াকৈরের
ধানের চিড়া, বাংলা কবিতার বই।
লুঙ্গি, পাজামা, ধুতি কবে পরবে
ওরা আমাদের দেখাদেখি, কবে
মাখবে গায়ে পৃথিবীর ধূলি মাটি,
খেলবে গোল্লাছুট দাড়িয়া বাঁধা
আর বাংলাদেশের যত খেলা।
বিড়ির ফ্যাক্টরিগুলো কবে খেলনা
বানাবে ইলেক্ট্রনিকস বুদ্ধি দিয়ে,
কবে দাঁড়াবে এসে সত্যিকার বন্ধু হয়ে
প্রথিবীর পরাশক্তি, মেঘনা নদীর
তীরে ইলিশের চাঁদপুরে কবে
আসবে সসার ভিন গ্রহ থেকে।