সেলিনা জাহান প্রিয়া‘র কবিতা- আলপনার কথা
আলপনার কথা
—- সেলিনা জাহান প্রিয়া ।।
আকাশে মেঘের আনাগোনা তার মাঝে আকিঁ আলাপন,
কিছু অব্যাক্ত থেকে যায়, অভিনয়ের কাছে,
কিছু স্বার্থপর হয়ে যায়, অভিমানের কাছে,
আর কিছু অসমাপ্ত থেকে যায় স্মৃতির মাঝে,
তবুও অপেক্ষায় কেটে যায় সময় মাঝে …
ভাবে মন অকারণ সারাক্ষণ…
আবেগী মন জানে না ঠিক তখন
আমি কার চোখেতে আকাশ দেখি সারাক্ষণ..?
তুমি কি আমায় ভেবে ভেবে ?
এখনো কি মেঘের দেশে হারাও আনমনে?
বলত আমায় ভেবে ভেবে !!
বৃষ্টি নামে যখন আকাশ মায়া ডোরে
তোমার ঐ ক্লান্ত শরীলে শীতল পরশ
আমার ছোয়া পাও কি একটু ভেবে?
বৃষ্টির ফোটার সাথে সাথে !!
সে এক কীর্তিনাশক ভালোবাসার গল্প
এই রুপকথার দেশে…..
রুপকথার পঙ্খী রাজে চরে
হারাতে চাই শত জনম তোমায় ভেবে ভেবে।
একটা আকাশ লিখে দিলাম কাব্য কথা দিয়ে
শুধু তোমার নামে পাঠিয়েছি শেষ কবিতা
বৃষ্টি গুলো পাঠিয়ে দিলাম পড়ে নিও তাতে
মেঘের পরে মেঘ করেছে আলাপনা আজ সাঁজে।