দিনাজপুরে ৩ দিন ব্যাপি আলোকচিত্র প্রদর্শনী
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গতকাল ২০ এপ্রিল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে “দ্যা লাইটস টেল” আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। এ প্রদর্শনী ২০ – ২২ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী চলবে। দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম উক্ত আলোকচিত্র প্রদর্শনীর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন । এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসফ-উদ-দৌলা, ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য আবু রায়হান রকি, কুমার বিপ্লব দীপন, আবু সায়েম প্রমুখ। তিন দিনব্যাপী “দ্যা লাইটস টেল” আলোকচিত্র প্রদর্শনীতে দিনাজপুরের ফটোগ্রাফিক সোসাইটির সদস্যসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশের আলোকচিত্রীরা অংশ গ্রহণ করেন। উক্ত প্রদর্শনীতে প্রায় ২ শতাধিক আলোকচিত্রীর ক্যামেরায় তোলা ছবি প্রদান করা হয়। পরে যাচাই-বাছাই করে ৫০ জন আলোকচিত্র শিল্পীর ছবি প্রদর্শনের জন্য স্থান পায়। প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। আলোকচিত প্রদর্শনী আয়োজনে দিনাজপুর ফটোগ্রাফিক সোসাইটি এবং সহযোগীতা করেছেন জেলা শিল্পকলা একাডেমি।