গোপালপুরে হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজে আশির্বাদ অনুষ্ঠান
মো. সেলিম হোসেন, বিশেষ প্রতিনিধি, গোপালপুর, টাঙ্গাইল । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ডিজিটাল যুগের চাহিদানুযায়ী শিক্ষার্থীদের সৃজনশীল সুপ্তমেধার পরিপূর্ণ পরিস্ফোটনের প্রত্যয়ে প্রতিষ্ঠিত হোমল্যান্ড স্কুল এন্ড কলেজের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে গতকাল সোমবার সকালে উপজেলার পৌরশহরের আভুঙ্গী আমতলা মোড় সংলগ্ন প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক আশির্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুজ্জামান (রাসেল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্জ আব্দুস সোবহান তুলা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গোপালপুর উপজেলা সভাপতি এম আজমল খান। বক্তব্য রাখেন শহীদ জিয়া মহিলা কলেজের সহকারি অধ্যাপক আব্দুস ছালাম খান, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারিক মাহবুবুল আলম মাহবুব, মেহেরুন্নেছা মহিলা কলেজের প্রভাষক খ. মিজান মাহমুদ, আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাছ আলী, রামনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব, পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মিঞা, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আয়নাল হক ও দৈনিক যুগান্তরের গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেন প্রমূখ।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।