সজীব মোহাম্মাদ আরিফ এর কবিতা- মা
মা
সজীব মোহাম্মাদ আরিফ
মা জননী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধন, পৃথিবীতে নেই কেউ মায়ের মতন, মা জাতি সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মায়ের গর্ভে সকল মানবের সৃষ্টি। মায়ের হয় না কোন জাতি ধর্ম বর্ণ। মায়ের দোয়ায় হয় সব ভাল কর্ম। সব অপারাধ খোদা করে দেন ক্ষমা, মাফ করবেন না যদি নারাজ থাকে মা। বুঝে শুনে দেয় যদি মা'কে কেউ কষ্ট, নিশ্চয়ই সে মহাপাপি নির্বোধ পথভ্রষ্ট। জীবন মরনে তুমি চাও যদি সুখ, ভুল করেও দিওনা মা'কে কোন দুঃখ। মায়ের মর্ম বোঝে সে যার মা বেচে নেই, মাতৃসেবা কর তিনি বেচে থাকিতেই। মায়ের কারনে মোরা পৃথিবী দেখলাম, সালাম মা জননীকে হাজার সালাম।