গোপালপুরে বহিস্কার প্রত্যাহারের দাবীতে আ.লীগের মতবিনিময়
মোঃ সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের গোপালপুরে দল থেকে বহিস্কার প্রত্যাহরের দাবীতে হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ অত্র ইউনিয়নের শাখারিয়া গ্রামে আইয়ুব চেয়ারম্যানের বাড়িতে আওয়ামীলীগের স্থানীয় প্রায় সকল স্তরের নেতা কর্মীর উপস্থিতিতে দিনব্যাপি সভাটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে গোপালপুর উপজেলা আওয়ামীগের সদস্য রওশন খান আইয়ুব বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করেন। পরে দল তাকে বহিস্কার করেন। তারপরেও জনগণের বিপুল ভোটে তিনি হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সেই বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহমুদুন নবী রনজুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. রওশন খান আইয়ুব।
আলোচনায় অংশ নেন, বীরমুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মো. আবদুল কাদের তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, আওয়ামী লীগ নেতা বাবুল তালুকদার, খায়রুল ইসলাম, মো. লাল মিয়া, আবদুল আজিজ, শাহাদৎ হোসেন, সোমেশ খান, মাছুদ খান ও মাহবুব হোসেন টুটুল প্রমুখ।