অবশেষে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হলো ইউটিউব টিভি!
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গুগলের মালিকানাধীন ইউটিউব তাদের স্ট্রিমিং টিভি সেবার ঘোষণা দিয়েছিল। আর এখন আনুষ্ঠানিকভাবে এই সেবা যুক্তরাষ্ট্রের নির্বাচিত বাজারে চালু করা হয়েছে।
ইউটিউব কর্তৃপক্ষ বলছে, গতানুগতিক ক্যাবল প্যাকেজের তুলনায় তাদের সাবস্ক্রিপশন ফি কম এবং গ্রাহক যেকোনো সময় এই সেবা বাতিল করতে পারবেন। আর এই সেবায় ইউটিউবের কনটেন্ট অংশীদার এবিসি, সিবিএস, ফক্স, এনবিসি, ইএসপিএন।
নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, বে এরিয়া, শিকাগো এবং ফিলাডেলফিয়ায় ৩৫ ডলার সাবস্ক্রিপশন ফিতে এই সেবা উন্মুক্ত করা হয়েছে। তবে গ্রাহকরা ৩০ দিনের একটি ট্রায়াল অফারে বিনামূল্যে সাইন আপ করতে পারবেন।
প্রাথমিক পর্যায়ে নির্বাচিত কিছু জায়গায় এই সেবা আনা হলেও ধীরে ধীরে সব জায়গায় উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ইউইউব।