মোল্লা মোঃ জমির উদ্দিন এর কবিতা-ইমুনিটি
ইমুনিটি
-মোল্লা মোঃ জমির উদ্দিন
বিলুপ্তির ইতিহাস দেখো
ডাইনোসর পৃথিবীতে নাই
বিলুপ্তি ঠ্যাকাতে আসো
রুপান্তর খুজতে যাই।
সুত্র কোথায় পাই
তেলাপোকার বসকে
খুজতে চীন দেশে যাই
নানা রকম বিষ প্রয়োগেও
মারা নাহি যায়।
উন্নয়ন বাজেট কেটে
আসো ইমুনিটি গড়ার
বাজেট বাড়াই, পাকা সড়কে
চলবে যারা তারাই
যদি মারা যায়।
মূল্যহীন হবে ঘরবাড়ি সব
ভাবেন দেখি কিভাবে বাঁচা যায়
বিজ্ঞজনের চিন্তা এখন
ইমুনিটিই খুব ভালো উপায়।
যাদের আছে টাকা পয়সা
ট্রেনিং নাও ইমুনিটি বাড়াবার
যাদের নাই তাদের বাঁচার
উপায় বের করবেন সরকার।
মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ
তার থেকে কিছু নাই
দেশ আছে মানুষ ও
আছে সুস্থ মানুষ নাই
আমার দেশের গর্বিত সেনা
তাদের প্রশিক্ষণ দিতে যায়।
বিদেশ থেকে ডলার আসে
বলেই আমরা এত
উন্নয়নের সাহস পাই
পদ্মা সেতু টানেল বানাই
সড়ক মহাসড়ক বানাই
উড়াল সেতু, আমরা যদি
নাই বাঁচি, সবই অহেতুক।
বাংলাদেশ ব্যাংক উপচে
পড়া ডলার যারা পাঠায়
তাদের আগে ইমুনিটি গড়ে
সংকট থেকে বাঁচাই।
কপালে চিন্তার ভাঁজ কমিয়ে
নজর রাখি ইমুনিটি বাড়াবার
সংকট এত ঘনিভুত প্রতি দিন
যেভাবে মেধাবী মানুষের চলে
যাবার মিছিল দেখা যায়।
এভাবে চলতে থাকলে
দেশ চালাবার মেধাবী মানুষ
পাওয়াই হবে দায়।
এটা একটা মেসেজ দিলাম
বুঝা যাচ্ছে করোনা সহজে
যাবার নয় ইমুনিটি দিয়ে
যদি বেঁচে থাকা যায়।