শাহিন মামুনে এর কবিতা-ইয়াসির আরাফাত
ইয়াসির আরাফাত
শাহিন মামুন
জানি আসবেনা আর কেউ পৃথিবীর বুকে
তোমার মত দেশপ্রেমিক, অকুতোভয় বীর
ফিলিস্তিনীদের নেতা তুমি ইয়াসির আরাফাত।
তুমি তো সেই নেতা আরবের বুকের
যার জন্মভূমি মিশর হলেও সংগ্রাম করেছে
আজীবন তুমি ঐ হতভাগ্য জাতি ফিলিস্তিনীদের জন্যে।
বল নেতা তুমি, জোটে কয় জনারই ভাগ্যে
স্বাধীন রাষ্ট্র না হয়েও তুমি হয়েছিলে
ফিলিস্তিনী রাষ্ট্রের স্বঘোষিত রাষ্ট্র নায়ক,
হয়েছিলে বিশ্বের বুকে তোমার মানবতা দিয়ে
নোবেল জয়ী শান্তির ধারক।
দেখিনি আমি নেতা তোমাকে সম্মুখে
তবে টিভির পর্দার মাঝে দেখা
তোমার ঐ চোখ-মুখ আজও যেন ভাসে দু’চোখের মাঝে।
যে চোখে ঝড়েছে সদা অশ্রু ফিলিস্তিনীদের জন্যে
যে মুখে রয়েছে সদা উচ্চারিত প্রতিবাদী সুর
ঐ ইহুদী-নাসারা নামের জালিমের বিরুদ্ধে।
জবিন তোমার কেটে গেছে শুধু
ঐ রামাল্লা আর পশ্চিম তীরে
জালেম-ইহুদীরা কভু দেয়নি তোমায়
জেরুজালেমের মাটিতে আসতে।
কখনো করেছে জালিমেরা তোমার চলার পথকে অবরুদ্ধ
কখনো দিয়েছে বন্ধ করে তোমার রিজিকের খাবার পানি।
তবুও তুমি নেতা ইয়াসির আরাফাতের প্রতিবাদী কন্ঠ
হয়নি কভু বন্ধ এই পৃথিবীর বুকে
ঐ জালিম ইহুদীদের শত অত্যাচারেও একাবারও।