নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় ঈদের জামাত অনুষ্ঠিত

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নীলফামারীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আজ সোমবার (২৬ জুন) সকাল পৌনে ৯টায় জেলা শহরের কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। হাজার হাজার মুসল্লি অংশ নেন এ জামাতে। নীলফামারী বড় মসজিদের খতিব মওলানা মো. আশরাফুল হক এতে ইমামতি করেন। এর আগে সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইন্স ঈদগাহ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হয় এবং অন্য ঈদ জামাতের মধ্যে সার্কিট হাউস ঈদগাহ মাঠ, কুখাপাড়া (ধনীপাড়া) ঈদগাহ মাঠ এবং বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায় নামায অনুষ্ঠিত হয়।

জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নে সবজিগঞ্জ ঈদগাহ মাঠে। ঈদের মোনাজাতে দেশ ও জাতির উন্নয়ন-অগ্রগতি কামনা করা হয়। ঈদুল ফিতর উপলক্ষে জেলা কারাগার, হাসপাতাল, এতিমখানা এবং ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।


 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!