টাঙ্গাইলে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘১১ব্যাচের ঈদ পুণর্মিলনী ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুণর্মিলনী এবং ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন বুধবার টাঙ্গাইল জেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌরশাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল) এবং সাপ্তাহিক পূর্বাকাশ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রিয়ান রাজা। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএসসি ২০১১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী তনয় কুমার বিশ্বাস।
ক্রিকেট টুর্নামেন্টে মোট ৪ টি দল অংশগ্রহন করে । গ্রপ পর্বের ১ম ম্যাচে নির্ধারিত ১০ ওভারে ১০১ রান সংগ্রহ করে ইলেভেন ওয়ারিয়র্স। জবাবে ১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেটে জয় লাভ করে স্টার বয়েজ । দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ১০ ওভারে শেয়ার ইট বয়েজ এর দেওয়া ১২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ৮০ রান করতে সক্ষম হয় ব্ল্যাক ফাইটার্স । ফলে ৪৩ রানে জয় লাভ করে শেয়ার ইট বয়েজ। ৩য় ম্যাচে শেয়ার ইট বয়েজের ৮ ওভারে ৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেটে জয় লাভ করে স্টার বয়েজ । ৪ র্থ ম্যাচে ব্ল্যাক ফাইটার্সের নির্ধারিত ৮ ওভারে ৮৭ রানের জাবাবে ইলেভেন ওয়ারিয়র্স ৫ উইকেট হারিয়ে ৮২ রান করতে সক্ষম হয়। ফলে ৪ রানে জয় লাভ করে ব্ল্যাক ফাইটার্স। ৫ম ম্যাচে শেয়ার ইট বয়েজের ৮ ওভারে ছুড়ে দেওয়া ৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে জয় লাভ করে স্টার বয়েজ। গ্র“প পর্বের খেলা শেষে ফাইনালে অংশগ্রহন করে ব্ল্যাক ফাইটার্স এবং স্টার বয়েজ। টসে জিতে স্টার বয়েজের অধিনায়ক জাহিদ হাসান জুয়েল প্রতিপক্ষকে ব্যাটিং করার আমন্ত্রন জানায়। ব্ল্যাক ফাইটার্সের ইনিংসের শুভ সূচনা করেন হাসান এবং নূরমোহাম্মদ। শুভ বাকালী’র দুর্দান্ত বোলিং এ শুরুতেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ব্ল্যাক ফাইটার্স। পরে কামরুল ইসলাম এবং নূর মোহাম্মদ বড় জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে নিয়ে যান । রাইসুল রাহাত শাওন বোলিং এলে চাপের মুখে পড়ে যায় ব্ল্যাক ফাইটার্স। ব্যাক্তিগত ১৫ রানে নূরমোহাম্মদ এবং ৩৩ রানে কামরুল ইসলাম আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলে নির্ধারিত ১০ ওভার শেষ হওয়ার আগেই সব কয়টি উইকট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় ব্ল্যাক ফাইটার্স। ৮৮ রানের টার্গেটে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ভাল সূচনা করেন সৈয়দ আশরাফুজ্জামান সিফাত এবং আমিনুল ইসলাম। ৪০ রানের জুটি ভাঙলে দলীয় অধিনায়ক জাহিদ হাসান জুয়েল এবং আমিনুল ইসলামের ব্যাটিং এ ভর করে ৫ উইকেটে জয় লাভ করে স্টার বয়েজ । ফাইনাল খেলায় সর্বোচ্চ রান সংগ্রহ করেন আমিনুল ইসলাম। সর্বোচ্চ উইকেট শিকার করেন রাইসুল রাহাত শাওন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আমিনুল ইসলাম। দিনব্যাপী টুর্নামেন্টে সর্বোচ্চ ১০২ রান সংগ্রহ করেন মো. কামরুল ইসলাম, সর্বোচ্চ ৮ উইকেট শিকার করেন সোহাগ এবং সর্বোচ্চ রান সংগ্রহ করায় ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন মো. কামরুল ইসলাম। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন প্রাক্তন শিক্ষার্থী আজাদ আলম ভূইয়া এবং মীর সামিউল শীর্ষ। এসময় ‘১১’ ব্যাচের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।