উত্তরায় কোটা সংস্কারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা, পুলিশের সাথে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ছাত্রলীগের চামড়া তুলে নিবো আমরা এমন স্লোগানে স্লোগানে রাজপথ কাঁপিয়ে তুলছে উত্তরার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা উত্তরার জমজম টাওয়ার এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ও কয়েকটি গাড়ি ভাংচুর করে। জমজম টাওয়ার থেকে মিছিল নিয়ে আজমপুর বিমানবন্দর মহাসড়কে আসলে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেন। অপরদিকে পুলিশকে লক্ষ করে ছাত্ররা ইট পাটকেল মারতে থাকেন। পুলিশের সাথে ছাত্রলীগনেতারা কোটা বিরোধী আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর হামলা করায় ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তরা বিমানবন্দর মহাসড়ক আজমপুর বিএনএস সেন্টার এলাকা রণক্ষেত্রে পরিনত হয়েছে।
গত কয়েকদিন যাবত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে।কোটা সংস্কারে পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি বর্ষণ ও গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের নামীদামী সকল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রলীগ ও পুলিশের তান্ডবের প্রতিবাদে আজ বৃহষ্পতিবার সকাল ১১ টা থেকে উত্তরার বিমানবন্দর মহাসড়ক দখল করেন শিক্ষার্থীরা। মহাসড়ক অবরোধের কারণে মূহুর্তের মধ্যে আশেপাশের শপিং কমপ্লেক্স ও দোকানপাট বন্ধ হয়ে যায়। সহপাঠিদের উপর হামলার প্রতিবাদে কোমলমতি শিক্ষার্থীরা উত্তরা বিমানবন্দর মহাসড়ক অবরোধক করে তীব্র আন্দলোন গড়ে তোলেন। আজ সকাল ১১ টা থেকে উত্তরার বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ক্যাম্পাসের সামনে থেকে মিছিল নিয়ে বিমানবন্দর মহাসড়ক আজমপুর বিএনএস সেন্টারে জড়ো হয়ে সেখানে সড়কে অবস্থান নেন।
এসময় কোটা সংস্কারের দাবিতে বিমানবন্দর মহাসড়কে আন্দোলনরত মিছিলকারী শিক্ষার্থীরা ইনকিলাবকে জানান, মেধাকে মূল্যায়ন করার শান্তি পূর্ণ যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গুলি ও হলগুলোতে ছাত্র ছাত্রীদের উপর অমানবিক নির্যাতন, গুলি ও লাঠির আঘাতে আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার পথে হামলা চালানো,পুলিশ ও ছাত্রলীগের এমন ঘৃণীত আচরণের প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে তাদের আজকের এই অবরোধ কর্মসূচি।
সরেজমিনে বিমানবন্দর মহাসড়কে গিয়ে দেখা যায়, সকাল ১১ টা থেকে মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু হওয়ার পর উত্তরা রাজলক্ষী থেকে আজমপুর বিএনএস সেন্টার হাউজ বিল্ডিং পর্যন্ত মহাসড়কে তিলধারণের জায়গা ছিল না। চার লেনের মহাসড়কের দুই পাশে মৌমাছির মতো হাজার হাজার শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে মিছিল করছে।
আজ সকাল থেকে উত্তরার হাউজবিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মী, বিমানবন্দর সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিলের কারণে বিমানবন্দর মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এসময় শত-শত গণপরিবহন, সিএনজি,ট্রাক, প্রাইভেট কার যানজটে আটকা পরায় বনানী থেকে টঙ্গী গাজীপুর সড়কেও এর প্রভাব পরে। শিক্ষার্থীদের অবরোধের কারণে বিমানবন্দর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পরেছে হাজার হাজার মানুষ।
রাজধানী বিমানবন্দর মহাসড়ক অবরোধ কর্মসূচিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি, শান্ত মারিয়াম, উত্তরা ইউনিভার্সিটি, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাইস্কুল, নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ, টঙ্গী সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাজধানীর প্রবেশপথ টঙ্গী থেকে উড়ালসড়ক এবং আব্দুল্লাহপুর চৌরাস্তা থেকে ঢাকামুখী সড়কের নিচের অংশের দুইপাশ থেকে যান চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে ঢাকা থেকে বিমানবন্দরে মহাসড়ক হয়ে সাভার, গাজীপুর টঙ্গী হয়ে দেশের উত্তরাঞ্চলে যাওয়া গাড়ি গুলো যানজটে আটকে রয়েছে । এদিকে বিমানবন্দর মহাসড়কে আন্দলোনকারি শিক্ষার্থীদের উপর পুলিশের ছোঁড়া টিয়ারসেল ও রাবার বুলেটের কারণে সড়কে সৃষ্ট যানজটে গাড়িতে আটকা পরা যাত্রীরা তীব্র গড়মে চরম ভোগান্তিতে পড়েছেন। সকাল ১১ টা থেকে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি চলাকালীন সময়ে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের সাথে আজিমপুর বিএনএস সেন্টার এলাকায়
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কয়েকদফা ধাওয়া – পাল্টা ধাওয়া হলেও এখন পর্যন্ত হতাহতের তেমন কোন খবর পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!