উবারসহ অ্যাপনির্ভর সব পরিবহনসেবা উন্মুক্ত করতে চায় সরকার

 

 

 

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানী ঢাকায় উবারসহ মোবাইল অ্যাপনির্ভর অন্যান্য যাত্রী পরিবহনসেবা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চায় সরকার। এ লক্ষ্যে খসড়া নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলেছে। নীতিমালা চূড়ান্ত করতে জনগণের পাশাপাশি শিগগিরই অংশীদারদেরও মতামত নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে উবার ইস্ট রিজিওনের পাবলিক পলিসি–বিষয়ক প্রধান মিজ চাঁদ তুলাল মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল। এ সময় মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রযুক্তিনির্ভর সেবা থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না। তবে এসব সেবা দেশের প্রচলিত আইন ও কাঠামোর আওতায় আনতে হবে।’ তিনি বলেন, উন্নত বিশ্ব বা বিশ্বের বিভিন্ন জনবহুল নগরের মতো ঢাকায় মোবাইল অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা পরিচালনায় যাত্রী–স্বার্থের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক ও বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!