রুদ্র ম আল-আমিন এর কবিতা- উষ্ণ রক্ত

উষ্ণ রক্ত
-রুদ্র ম আল-আমিন

 

যখন একদিন আমার চোখে আলো নিভে যাবে

তখুন হয়তো বা তুমি,

বারান্দায় হেলানো চেয়ারে কিম্বা কোন খাটিয়ায় শুইয়ে দেবে

দক্ষিণের রোদ পোহাবার তরে।

স্নান করা দুপুরে মতো এপাশ ওপাশ করিয়া কাটাইতে থাকিব, হয়তো বছরের পর বছর।

ভালবাসা, বিলীন হইব, একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

জলমলে সকালের কথাগুলো

হয়তো তখুন আর শুনিতে চাহিবে না কেউ আপনার করে।

কি রঙা শাড়ি পরিছেো তুমি

জানিতে চাহিব, আজিকার মত করে।

যদিও জানিতে পারিব

কিন্ত তখুন হয়তো মনে হলে হতেও পারে এইসব যৌবনের রসমাখা দিনের কথা।

সারাদিন কাটিবে যখন চেয়ারে হেলান দিয়া

সন্মুখ আসিয়া কখুন যে দাড়াইবে তুমি

হয়তো বুঝিতে পারিব না এপাশ ওপাশ ফিরিয়া।

যৌবনের রঙ তামাশা হয়তো উদয় হইবে মনে

তোমায় বলিতে চাহিব

শুনিলেও বলিবে তুমি

ভীমরতি ধরেছে এখন তোমার মনে।

হঠাৎ একদিন নুয়ে পরিবো পাঁকাপাতাটির মতোন,

দলবেঁধে দাড়াইবে তুমি

জানিতে চাহিবে, এখুন কেমন আছেন?

উষ্ণ রক্ত শীতল হইয়া ঢলিয়া পরিব বুকে

লোকে বলিবে দ্যাখ দ্যাখ

কত ভালবাসিত তাহারে তাঁর তরে।

কিয়ৎকাল কাঁদিয়া কবরে সমাধি হইবার কালে

হয়তো আমার প্রেমিকার

সকলের অলক্ষে দুফোটা জল গড়িয়া পরিব আঁখি ভরে ।

হয়তো একদিন একাকী ঘরে

মাঝরাতে ঘুম ভেংগে

দেখিবে স্বপন কত ভালবাসিতাম আমি, তোমারে সারাটি জী

বন ভরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!