এইচপিতে ডাক পেলেন বিজয়-লিখন-রনি

 

 

 

স্পোর্টস ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)হাইপারফর্ম্যান্স ইউনিট (এইচপি) দলের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেয়েছেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা ওপেনার এনামুল হক বিজয় ও জুবায়ের হোসেন লিখন। এছাড়াও এ দলে জাতীয় দল থেকে ছিটকে পড়া তারকার মধ্যে আছেন আল আমিন হোসেন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনির মতো ক্রিকেটাররাও। ডাক পেয়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সেরা পারফরমার লিটন কুমার দাসও। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৪ জনের এইচপি স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

শুধু জাতীয় দল থেকে ছিটকে পড়া খেলোয়াড়ই নয়, রয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমাররাও। এ তালিকায় আছেন ইমতিয়াজ হোসেন তান্না, মেহেদী হাসান সিদ্দিকি মারুফ, আবু জায়েদ রাহী, তাসামুল হক, ইরফান শুক্কুর ও ইয়াসির আলীর মত নিয়মিত পারফরমাররা।

এছাড়াও সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ ক্রিকেটারও। নাজমুল হোসেন শান্ত, সাইফ উদ্দিন, আল আমিন হোসেন্দের সঙ্গে আজমির হোসেন, মেহেদী হাসান ও ইবাদত হোসেনের মতো আনকোরা তরুণরাও সুযোগ পেয়েছেন এইচপিতে।

আগামী ১২ জুন বিসিবি একাডেমিতে এইচপি স্কোয়াডে ডাক পাওয়া ২৪ ক্রিকেটারকে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে বিসিবি। ১৩ জুন থেকে শুরু হবে তাদের প্রস্তুতি ক্যাম্প। এইচপির প্রস্তুতি তদারকি করবেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার সাইমন হেলমট।

এইচপি স্কোয়াড: এনামুল হক বিজয়, তানভির হায়দার খান, লিটন কুমার দাস, আলাউদ্দিন বাবু, মেহিদি হাসান সিদ্দিকি, মো. মেহেদি হাসান, সাদমান ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, আবু হায়দার রনি, আজমির আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, ইমরান আলি এনাম, নাজমুল হোসেন শান্ত, হোসেন আলি, আল আমিন হোসেন, ইবাদত হোসেন, তাসমুল হক, নুর আলম সাদ্দাম, ইরফান শুক্কুর, আবুল হাসান রাজু, ইয়াসির আলি চৌধুরী, নিহাদ-উজ-জামান, সাইফ উদ্দিন, জুবায়ের হোসেন লিখন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!