সেলিনা জাহান প্রিয়া’র কবিতা- এই বেশ ভালো আছি
এই বেশ ভালো আছি
-সেলিনা জাহান প্রিয়া
আমি নোনা জলে সিক্ত আঁখিতে চিৎকার করে বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে একবার নিশ্বাস ভরা বুকে বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি সমুদ্রতীরে গোধূলী লগ্নে একচিলতে শেষ রোদকে বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমার প্রতিটি হৃদকম্প তোমাকে বুকে জড়িয়ে বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়
আমি মাঝে মাঝে কবিতার সিক্ত নীলাম্বরীকে বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি মধ্য রাতে ডুকরে কাঁদার কারণ তোমাকে বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি তোমার ‘সেই কথা’ যা কাউকে বলা বারণ তা বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি তোমার ভাগ্য রেখা আমিই সেই হাতের গণক তা বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি তোমার প্রতি ফোঁটা অশ্রু জলের সেই লবণ তা বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি থেমে থাকি পথের প্রান্তে নিশ্চুপ উত্তরহীন চোখে কিছু বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি নিঝুম রাতের আকাশের দিকে তাকিয়ে তোমাকেই শুধু বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি বৃষ্টির জল চোখ ছুয়ে দেখছি সেটা মনের হাজার অনুভুতির যোগফল
অনেক বেশী ভালোবাসি তোমায়।
তোমার জন্য আমার আমার শেষ অনুরোধ কখনো পারলে ভালবেসো আমায়
তবে তোমার মত করে না! আমার মত করে
যেখানে চাওয়া থাকবে না, থাকবে না কোনো প্রাপ্তি
থাকবে শুধুই প্রতিক্ষা অনেকটা পথ বাকী
তোমার জন্য এখন আমি কারো প্রশ্নের জবাবে
ঠোঁটের কোণে নিষ্প্রাণ হাসি ঝুলিয়ে বলি,
এই বেশ ভালো আছি… ভালবাসার মানুষটার জন্য