রুদ্র ম আল-আমিন এর কবিতা- “একজন বলেছিলো”
“একজন বলেছিলো”
রুদ্র ম আল-আমিন
কেও একজন বলেছিলো,,,,,,
লেখক চলে না কোথাও
চলিবে কলম তোমার মাঠে ঘাটে তেপান্তরে
আজি বুঝিয়াছি তাহা
সুপ্রীতির, নয়নের জল মুছিবার তরে
কেবলই ফিরেছি দারে দারে
সোনালী রঙ নামের ভবিষ্যৎ পায়ে মুড়ে।
বিহংগের কাঁটা কালো প্যান্ট জুড়ে
কেও একজন বলেছিলো,,,, ,
কিচছু হবে না তোমায় দিয়ে
কেটে যায় সহস্র বছর এভাবেই
সংসারী হবে ভেবে, একদিন সেই ছেলেটা!
পরনের সার্টখুলে কামড়ে ধরে জগৎেরে।
লিখেছে ভাগ্য,
করাত কলে কেটে হয় খণডবিখনড
আধমরা একটা পাগল তাঁর তরে বিলিন
হয়ে যায় নেশাখোর।
কেও একজন বলেছিলো,,, ,,
পুরোনো খাতা খুলো হালখাতা কর!
ব্যাপ্ত জীবন নতুনের পথে পথে হেটে
পুরোনো খাতা কি হবে ঘেটে।
মাঠে ঘাটে মহিষের পাল লয়ে
রাখালেরা বলেঃ
দুর ব্যাটা শিক্ষিত তোর কপাল পুরি।
কেও একজন
বলেছিলো, বলেছিলো আমায়।
Pingback:একজন বলেছিলো – ফিরে দেখা