সেলিনা জাহান প্রিয়ার কবিতা- একদিন চলে এসো নাচ ঘরে
একদিন চলে এসো নাচ ঘরে
—————————– সেলিনা জাহান প্রিয়া
একদিন চলে এসো নাচ ঘরে
পুরনো নূপুর পায়ে নর্তকী সেজে বসে আছি
সোনালী পান পাত্র পেতে
তোমার ক্লান্তি, চোখের নিচের কালি মুছে দেব সব অনিদ্রার,
বসন্ত চলে গেছে বৃষ্টির আড়ালে
তবু শীত লেগে আছে জানলায়,
নৈঃশব্দের রাত ছুঁয়ে যে সকাল আসে
সেখানেও কোন শব্দ থাকে না ।
একটা চাঁদ আসে আউসের ক্ষেত
হিজলের বন ফেলে পিছে
তারপর একা পায়ে উঠোনে এসে দাঁড়ায়
অপেক্ষায় থাকি তুমি ও এক দিন
এভাবে এসে দাঁড়াবে উঠোনে শিরিশ এর তলে।
আমি অপেক্ষায় থাকি,
রোদ্দুর শেষে প্রিয় সন্ধ্যা কেমন মিশে যায়-
ছুঁয়ে যায় দিবসের সবটুকু-
শেষান্তে আমি উড়তে চাই ভাঙ্গা ডানায়-