রওশন হাসান এর কবিতা- একমুঠো বুনিয়াদ
একমুঠো বুনিয়াদ
———রওশন হাসান
আকাশের রঙে রঙ ধরে জানালায়
শার্সিতে একরাশ বৈরী আঁধার
থোকা থোকা বিমনা -পাতাদের চাহনি
মেঘ শোনে সূদূরে বাদলের স্বর
দিনভর। ব্যাকুল বান্ধব
উতল বুকে বাজে নির্ভানা নিশ্বাস l
অচিন কোন অরণ্যে বনসাই আবাদ
উড়ন্ত বাতাস বয়ে আনে বীজ
জলের ওপরে ভাসমান নির্যাসে করতল ছিলো ভরে
অধঃস্থ পলিতে জমে থাকা -পাললিক প্রেম
রাতভর l শিয়রে নিশিবাস
ডুবে যাওয়া চাঁদের দেহে দিয়ে যায় চিহ্ন পরিতাপ l
আগষ্ট ২২, ২০১৭, জ্যামাইকা, নিউইয়র্ক