মোল্লা মো.জমির উদ্দিন এর কবিতা – এখানেই থেমে যায়
এখানেই থেমে যায়
-মোল্লা মো.জমির উদ্দিন
পাচার হওয়া শিশু
ওরা আমাদেরই সন্তান
ফিরিয়ে আনতেই হবে
পৃথিবীর যেখানেই থাকুক
সিকড়ের কাছাকাছি যুদ্ধশিশু
পাচার হয়ে যাওয়া ছিল
সময়ের আশির্বাদ
যেখানেই থাকো তোমরা বাংলার।
পিতার পরিচয় নেই !
কি আছে লজ্জার
ডাস্টবিনে ফেলে রাখা
শিশু লালিত পালিত
আদরে যতনে
মায়ের কোন দোষ ছিলোনা
অনেক মাই মা হয়েছেন
অনিশ্চিত অনিবার্য কারন।
এই তো সেদিন
সিদ্যেস্বরি মসজিদের পাশে
রাস্তায় শুয়ে থাকা
পাগলি মা হয়েছে
বাবা! হয়নিতো কেউ!
এসেছে অনেক বাঞ্জা নারী
শিশুটাকে নিতে
বুকের ভেতর চাপানো
পাথর দুরিভুত করে
মা ডাক শুনবে বলে।
পাগলি কোন ভাবেই
শিশুকে দিবেনা
নারী ছেড়াধন পাগলিও বুঝে
হঠাৎ সকাল বেলা
বুক ফাটা আর্তনাত
শিশুটা নিছে চোরে
এদিক সেদিক দৌড়ে পেরেশান
হায়রে কপাল
পাগলি এখন শুধুই মা
সন্তান নিছে চোরে!!
এমন নিয়ম থাকবে কেন
খোদার দুনিয়ায়
বাবা ছাড়া শিশুটার তো
দুনিয়া আন্ধার
এ সমাজের নিয়ম দেখ
নিষ্ঠুরতায় ভরা
বাবার খোঁজে সারা জীবন
দুর্বিষহ তারা।
এই শিশুটা যৌবনে
হলে অত্যাচারী
সমাজ কিন্তু বলবে তখন
পিতৃহীন জারঝ নস্ট ছেলে
এটাই স্বাভাবিক ।
বাংলাদেশের আইন এখন
নারী পুরুষ সমান
সন্তান পরিচিত হলে
মায়ের পরিচয়
জন্ম নিয়ে মানুষের প্রশ্ন
যেন এখানেই থেমে যায়।