টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহম্মেদ হত্যা মামলার প্রধান এমপি রানা ও তার তিন ভাইকে আওয়ামী লীগে থেকে বহিস্কার
বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
টাঙ্গাইলে চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহম্মেদ হত্যা মামলার প্রধান আসামী সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইকে জেলা আওয়ামী লীগে থেকে বহিস্কার করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
তিনি জানান, জেলা আওয়ামী লীগের সভায় এমপি রানাসহ তার চারভাইকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে। এবং তা চুড়ান্ত অনুমোদনের জন্যে কেন্দ্রিয় কমিটির কাছে প্রেরনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
উল্ল্যেখ, বিগত ২০১৩ সালের ১৮ জানুয়ারী বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহম্মেদকে হত্যা করে শহরের কলেজ পাড়ায় তার বাসার সামনে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহম্মেদ বাদি হয়ে টাঙ্গাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দীর্ঘদিন তদন্তের পর সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ চার ভাইয়ের নাম উঠে আসে। পরে এমপি রানাকে প্রধান আসামী করা হয়। এছাড়াও তার তিনভাইসহ ১৪জনকে আাসামী করে আদালতে চার্জশীট দাখিল করা হয়। এ মামলায় বর্তমানে এমপি রানা জেল হাজতে রয়েছেন।