ভালবাসার অনন্য দৃষ্টান্ত স্হাপন করলেন পুলিশের এসআই মোত্তালেব
স্টাফ রিপোর্টার । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গত মঙ্গলবার বিকাল প্রায় ৪ টা। সচিবালয়ের বিপরিত দিকে তোপখানা রোডের রাস্তার পাশে প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে জরাজীর্ণ শরীরের একজন বয়স্ক ব্যক্তি। তা দেখে লোকটির দিকে দ্রুত ছুটে গেলেন টহলরত একজন পুলিশ কর্মকর্তা। আর স্থাপন করলেন ভালবাসার অনন্য দৃষ্টান্ত।
পুলিশের এসআই মোত্তালেব রাস্তায় পড়ে থাকা ব্যক্তিটিকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরে শোয়া থেকে উঠিয়ে উপুড় করে বসালেন আর তাকে সহায়তা করছেন অন্য একজন পুলিশ সদস্য। শরীরে লেগে থাকা ময়লা ধীরে ধীরে হাত দিয়ে ঝেড়ে পরিস্কার করলেন। দীর্ঘ সময়ধরে সতর্কতার সাথে পানি খাওয়ালেন। তারপর পাশের দোকান থেকে খাবার আনিয়ে পরম যত্নে নিজ হাতে খাইয়ে দিলেন তাকে।
প্রায় দু’ঘন্টা ধরে নানাভাবে সেবা করে পতিত লোকটিকে প্রায় সুস্থ করে তুললেন। লোকটির সুস্থতা দেখে তার অন্তরে যে আনন্দের বন্যা বইছিল তা তার মুখে ফুটে ওঠা প্রশান্তির হাসি দেখেই বোঝা যাচ্ছিল।
ঐ সময় রাস্তায় চলাচলরত শতশত মানুষ অতি আগ্রহের সাথে কিছুক্ষণের জন্য হলেও দাঁড়িয়ে এ দুর্লভ দৃশ্য প্রত্যক্ষ করছিলেন। অনেকে আবার নিজেদের মধ্যে নানারকম প্রশংসা সূচক বাক্য বিনিময় করলেন। প্রত্যক্ষদর্শীদেরকে বলতে শোনা যায়, ‘এত ভালো মানুষও তাহলে দেশে আছে, তাও আবার পুলিশে! আসলে তিনি পুলিশ বাহিনীর গর্ব’। একজন পথচারি তার প্রতিক্রিয়ায় বললেন, ‘প্রতিটা মানুষ যদি এমন হতো, তাহলে দেশটা শান্তিতে ভরে যেতো’।
জানা যায়, আব্দুল মোত্তালেব বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন শাহবাগ মডেল থানায় পুলিশের উপ-পরিদর্শক হিসাবে কর্মরত আছেন। তিনি টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলাধীন রামাইল গ্রামের মো. রমিজ উদ্দিন শেখ’র পুত্র।
জনাব,আব্দুল মোত্তালেব বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত। তিনি টাঙ্গাইল জেলা যুব সমিতি, ঢাকা’র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।