নওগাঁর নিয়ামতপুরে বিআরডিবি’র প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনার এসএমই ঋন বিতরণ
ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বৈশ্বিক মহামারী কোভিড-১৯’র ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনার এসএমই ঋন বিতরণ করা হয়।
সোমবার ১৬ আগস্ট বেলা ১১টায় বিআরডিবি হল রুমে এ ঋন বিতরণ করা হয়।
ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ২৩জনের মাঝে ২৩ লক্ষ টাকার ঋন বিতরণ করা হয়।