নাগরপুরে ওসমান ডাকাত গ্রেফতার
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের নাগরপুরে আন্তজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার সলিমাবাদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতের নাম, আনোয়ার হোসেন ওরফে ওসমান ডাকাত (৫৩)। সে পার্শ্ববর্তী সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চর বিনানই গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ ১১ টি মামলা রয়েছে।
সে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চর বিনানই গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে ওসমান ডাকাত একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী।
সে দীর্ঘ দিন ধরে গ্রেফতার এড়াতে আত্ম গোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নাগরপুর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সলিমাবাদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন বলেন, ওসমান আন্তজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ ১১ টি মামলা রয়েছে।