ওয়াজ মাহফিলে কী বললেন অনন্ত জলিল?(ভিডিওসহ)

 

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মোহাম্মদপুর এলাকার যুবসমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল এর প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্রের নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। কিছুদিন হলো ধর্মচর্চায় যুক্ত হয়েছেন। ঢাকার ধানমন্ডি ও নারায়াণগঞ্জের মসজিদে তাকে ইসলামের দাওয়াত দিতে দেখা যায়।

গত ১৭ নভেম্বর ঢাকার মোহাম্মদপুরের আদাবরে ওয়াজ মাহফিলে অনন্ত জলিল বলেন, আসুন বন্ধুগণ, আমরা নামাজকে না বলি আমাদের কাজ আছে; বরং কাজকে বলি আমাদের নামাজ আছে। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নেই যেখানে নামাজের কথা বললে ছুটি দেয় না।

তিনি আরও বলেন, পৃথিবীতে প্রতিটি স্তরেই মানুষ আল্লাহ্ নির্ধারিত। তাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে যারা শুকরিয়া আদায় করেন, তাদেরকে আল্লাহ পছন্দ করেন।

তিনি আরও বলেন, আমরা এখান ভন্ডপীর, ভন্ডবাবা, তাবিজ-কবজ নিয়ে ব্যস্ত। সারামাস যেটা উপার্জন করি, সেটা ওইখানে সদকা দেই। যেখানে গেলে আল্লাহর বিরোধীতা হবে; সেখানে আমরা কেন যাই?

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!