লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন এর উদ্যোগে কোভিড-১৯ রোগীদের বিনামূল্যে ঔষধ ও নগদ অর্থ বিতরণ
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত অসহায়, দুঃস্থ, গরীব রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর অধ্যাপক ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ’র সার্বিক সহযোগিতায় গত এক সপ্তাহ ধরে সহায়তা অব্যাহত রয়েছে।
লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান এর নির্দেশ মোতাবেক একটি স্বেচ্চাসেবক টিম সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা প্রদান করছে। পাশপাশি যারা অসহায়, দুঃস্থ, গরীব রোগী তাদেরকে ডাক্তারের প্রেসক্রিপশন দেখে সরাসরি ঔষধ কিনে দিচ্ছে স্বেচ্চাসেবকরা।
যেসব রোগীরা খাদ্য সংকট ও অর্থ সংকটে ভুগছে তাদেরকে নগদ অর্থ প্রদান করছে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন। প্রফেসর ইউসুফ আব্দুল্লাহ বলেন, ‘লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন বরাবরের মতো এবারও মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। যখনই খুলনা বিভাগ ও সাতক্ষীরা জেলার মানুষ কোন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কালবৈশাখী ঝড়, টর্নেডো, নদীভাঙন ও শৈত্যপ্রবাহে ক্ষতিগ্রস্থ হয় তখনই এই ফাউন্ডেশন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আগামীতেও মানবসেবা মূলক এসব কাজ অব্যাহত থাকবে।’
-প্রেস বিজ্ঞপ্তি