মোল্লা মোঃ জমির উদ্দিন এর কবিতা-খোয়াব
খোয়াব
-মোল্লা মোঃ জমির উদ্দিন
সাহরি শেষে নামাজ
পড়ে ঘুমিয়ে গেছি
খোয়াবে আমি যুদ্ধে
গেছি, প্রতি পক্ষের
শক্তি বেশি।
আমি ক্ষীণকায় পুরোনো
রাইফেল হাতে গাছের
আড়ালে থেকে সুজোগ
বুঝে গুলি ছুড়ছি
আর শক্র গুলি
ছুড়ছে সরাসরি।
গোলাগুলি হয়েছে ব্যপক
ঘুম ভেঙে দেখি
আমি ভালোই আছি
ক্লান্ত হয়েছি কমবেশি।
সারাদিন বাদে ব্যাখ্যা
করে দেখি, সদা ম্যাস্ক
পড়ে থাকি, শক্র তো
শক্তিশালী করোনাই
মানব জাতির পিছু।
দোয়া চাই সবার কাছে
আমিও দোয়া করি
এমন খোয়াব জীবনে
এটাই প্রথম দেখি
সারাদিন নানান রকম
এই খোয়াবের ব্যখ্যা
খুঁজে শক্র বলে
করোনাই পেয়েছি।