ডিজিটাল খানসামা গড়ার প্রত্যয়ে বেসিক কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন।
খানসামা(দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ ২৫ এপ্রিল মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলায় ডিজিটাল খানসামা গড়ার প্রত্যয়ে শুরু হলো বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স। উপজেলার তিনটি ভেন্যু খানসামা, পাকেরহাট এবং কাচিনিয়া ভেন্যুতে একযোগে ৫২ জন বেকার যুবকের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আগামী মে মাসে ২য় পর্যায়ে আরো ৫২ জনকে প্রশিক্ষণ দেয়া হবে। এই ১০৪ জনের মধ্যে থেকে ৩০ জনকে বাছাই করা হবে যাদের ১ মাস ব্যাপী ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণ দেয়া হবে। এভাবে পুরো চক্রটির পুনরাবৃত্তি করা হবে আবার। ক্রমান্বয়ে শতভাগ খানসামা উপজেলার যুবদের প্রশিক্ষণ দিয়ে ডিজিটাল খানসামা গড়ে তোলার প্রয়াস নেয়া হবে। আজ সকাল ১০ টা থেকে পৃথক পৃথক ভাবে সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজেদুর রহমান উক্ত কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করেন।