করোনার শিকার ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ফরাসী প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার্সের।
সারাবিশ্বে শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭ কোটি ৪৯ লাখ ১ হাজার ১৮৩ জন। মারা গেছেন ১৬ লাখ ৬২ হাজার ২৩ জন। সুস্থ হয়েছেন ৫ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ১০০ জন। চিকিৎসাধীন আছে দুই কোটি ৫ লাখ ১৪ হাজার ৩৭৮ জন। যাদের মধ্যে এক লাখ ৭ হাজার ৪২৯ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাত লাখ ১৬ হাজার ৬০২ জনের করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে। যা একদিনে সংক্রমণের ক্ষেত্রে বিশ্বরেকর্ড। একদিনে মারা গেছে ১৩ হাজার ৫৫৪ জন, এটিও একদিনে মৃতের দিক থেকে রেকর্ড। এদিকে ফরাসী প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস জানিয়েছে, করোনা আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দেয়ায় ৪২ বছর বয়সী ফরাসী প্রেসিডেন্ট কোভিড-১৯ পরীক্ষা করান এবং তার রিপোর্ট পজিটিভ আসে। ফলে সাতদিনের জন্য ম্যাক্রোঁ আইসোলেশনে থাকবেন। ফরাসী এক কর্মকর্তা জানিয়েছেন, ম্যাক্রোঁ এখনও দেশ পরিচালনার ‘দায়িত্বে’ রয়েছেন এবং তিনি এখন দূর থেকে কাজ করবেন।