মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির কর্মসূচী অব্যাহত।
সাজ্জাদ খোশনবীশ, বিশেষ প্রতিনিধি(টাঙ্গাইল)। কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গত ২০১২ সনের ৩০জুন মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড় হতে ঢাকা পর্যন্ত কমিউটার ট্রেন সার্ভিস চালুর দাবীতে গতকাল ২৮ জুলাই বিকাল ৫.০০ টায় টাঙ্গাইল শহীদমিনারে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আহবায়ক সাঈদ মোঃ লুৎফুল্লাহর সভাপতিত্বে মুক্ত আলোচনা ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাজ্জাদুর রহমান খোশনবীশ এর সঞ্চলনায় অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ ছানোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, এ বিষয়ে তিনি জাতীয় সংসদে কথা বলেছেন। ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়নের জন্য তিনি তার অবস্থান থেকে ভবিষ্যতেও কাজ করে যাবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল কালাম মোস্তফা লাবু, যুগ্ম আহবায়ক আকিবুর রহমান ইকবাল, শিক্ষক নেতা কামরুন্নাহার খান মুন্নি, মানবাধিকার কর্মী নাসরীন জাহান খান বিউটি প্রমূখ।
অনুষ্ঠানে বিগত দিনের নানান কর্মসূচী নিয়ে একটি ভিডিও প্রদর্শনীরও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে সাঈদ মোঃ লুৎফুল্লাহ টাঙ্গাইল রেলস্টেশনে ২৯ জুলাই সকাল দশটায় অবস্থান কর্মসূচীর ঘোষনা দেন। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল রেলস্টেশনে আজকে অবস্থান কর্মসূচী পালিত হয়। আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে টাঙ্গাইলের হাজারো জনতা ট্রেনের দাবীতে শ্লোগানে শ্লোগানে রেল স্টেশন মুখরিত করে তোলেন। ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আহবায়ক সাঈদ মোঃ লুতফুল্লাহ মহোদয়ের সভাপতিত্বে টাঙ্গাইল রেলস্টেশনে আজকের অবস্থান কর্মসূচী পরিচালনা করেন কমিটির সদস্য সচিব সাজ্জাদুর রহমান খোশনবীশ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল কালাম মোস্তফা লাবু, আকিবুর রহমান ইকবাল, রফিকুল ইসলাম রিপন, সাইদুর রহমান মিন্টু, কমিটির সদস্য নাসরিন জাহান খান বিউটি, রাকিব হায়দার, লায়ন জাহাঙ্গীর আলম, কামরুন্নাহার মুন্নি, ডা. জহিরুল ইসলাম, তালাশ খানসহ সাংবাদিক মোজাম্মেল হক, আহমেদ শুভ, লায়ন দ্বীপ, উজ্জ্বল মিয়া প্রমূখ।
আজকের অবস্থান কর্মসূচী থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এই ট্রেন সার্ভিস দ্রুততার সাথে বাস্তবায়ন না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচীর হুসিয়ারী দেয়া হয়।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।