সেলিনা জাহান প্রিয়ার কবিতা- কল্পিত আল্পনা
কল্পিত আল্পনা
— সেলিনা জাহান প্রিয়া —
কল্পিত কিছু সময় তোমার কাছে শুনি ভালবাসার কথা
শুধুই তোমার জন্যে চোখ মেলে চাই আঁধার করে আলো
কল্পিত কিছু সময়,- একান্তই তোমার জন্যে সাজিয়ে রাখি
সুখানুভূতি জ্যোসনায় ঢল ঢল রাতে প্রগাঢ় চুম্বনে হারায় ।।
তুমি আমার দূর পাহাড়ের মেঘ চোখ মেলে চাই কিছু সময়
প্রতিদিন আমার হৃদয় প্রার্থনায় বসে কাছে পাবো তোমায়
যতবার ছুঁতে যাই, তুমি শরীর ঘেঁষে ভিজিয়ে দাও আমাকে
তোমরা ভাবলে ব্যর্থ মনের রাগ দু:খ অভিমান থাকতে নেই ।।
আমি তোমাকে স্পর্শ করতে চাই কল্পিত কিছু সময় তরে
যেভাবে শিশির বিন্দু স্পর্শ করে গোলাপের পাপড়িকে
ঠিক সেই ভাবে শুধুই তোমার জন্যে চোখ মেলে চাই
বৃষ্টির জলের দর্পনে পড়েছিল তোমার ছায়া কল্পিত মোহে ।।
পথের ধুলিকে ভিজতে ভিজতে সামলে নিবো চোখজল?
আমার দুই চোখের আলো নিভে যাওয়ার আগে এই নয়নে
আমি তোমার হাসিময় মুখটি দেখে যেতে চাই কল্পিত মনে
কল্পিত কিছু সময় তোমার কাছে শুনি দু’জনের হৃৎস্পন্দন ।।
ইচ্ছে করে তোমার চোখের ভিতরে অনন্তকাল থেকে যাই
তোমার হৃদ মন্দিরে ভালবাসা বৃষ্টি হয়ে পুজা নিয়ে যাই
কল্পিত কিছু নিপুণ সৌন্দর্যের শোভামণ্ডিত আধার চাই
আমি কারো কবিতার নই আমি রবি ঠাকুরের আল্পনা ।।