বিপ্লব ফারুক এর কবিতা- কষ্টঅলা
কষ্টঅলা
বিপ্লব ফারুক
ভালোবাসার ঘর ভেঙেছে মোসাদ- সিআইএ- র
পরের ঘরে প্রেমিক তুই – তবুও সুখি হ।
আমি না হয় কষ্ট নিয়ে বেঁচে আছি – রবো
তোর বিরহে না হয় আরো কষ্টঅলা হবো।
ও ঘরেও কি হসনি সুখি – আমার মত কাঁদিস?
আমার কথা পড়লে মনে স্মৃতির খোঁপা বাঁধিস!
তুই যে ছিলি এক জীবনের ভালোবাসার চাওয়া
কোন্ কারণে হয়ে গেলি অনুভূতির হাওয়া?
অনেক পরে বুঝেছিস তুই – ছল করেছিস ভুলে
তোর কারণে পোক ধরেছে ভালোবাসার ফুলে।
ষড়যন্ত্র করে তারা মন ভেঙেছে আমার
কার বিরহে তোর হৃদয়ে কষ্টভরা আঁধার?