সেলিনা জাহান প্রিয়ার কবিতা-কাব্যের অরণ্য
কাব্যের অরণ্য
সেলিনা জাহান প্রিয়া
ইতি টেনে যাই জীবন-চিঠির শেষে কিছুই নাই
মসজিদের আজানের সুরে ঝিরিঝিরি বইছিল
চোখের জলে মুষল ধারে বৃষ্টি হয়ে প্রানের সুখ
অতীত থেকে উকি মেরে আমিও পেয়ে যাই
আমার এক, যিনি আমার কাব্যের অরণ্য ।
বুকের মধ্যে গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়-
একটি ময়ূরী দর্পণে দেখি নিত্য সাজিতে একা
প্রজাপতির পায়ে আলতা দেখিনি ডানায় রঙের খেলা
এক ফোঁটা দাম্পত্য মিশে কবিতায়-বৃষ্টি বৃষ্টি পরাগ
জলে জলে জোনাকি আমি সুখ যার মনে মনে
তার নাম জানো কী ?জীবন-চিঠির শেষে কিছুই নাই ।
একদিন যদি আমাকে সবাই ভুলে যায়,
অ্যালবামের পাতায় আমার জায়গা না হয়
তোমার সেই হাসি-মাখানো মুখে, আমি
মধুর চপলতা আর উৎচ্ছল চঞ্চলতায়, আমি
শত জনম অরণ্য আমি তোমার হৃদয়ে বাছি ।
ভালো হোক মন্দ হোক যায় মেঘ আকাশে ছড়িয়ে
আমাকে জড়িয়ে ধরে হাওয়া তার বন্ধনে বাহুর।
ভালোবাসি শুধু কূলে বসে থাকা পাথরের মতো
যেভাবে বৃক্ষের নিচে দাঁড়ায় পথিক, সেইভাবে আমি
একরাশ বৃষ্টি, সে বৃষ্টিতে আমি ঠিক ভিজতে পারি
জীবন ও মৃত্যুর মাঝে যেটুকু জটিল ব্যবধান
সেটুকু শৃঙ্খলাহীন পলের দুরত্ব,আমাদের মাঝখানে–
আবার বৃষ্টি হবে ভীষণ রকম বৃষ্টি হবে অরন্যে
ধ্বংস হওয়া সব কিছুতে নতুন প্রাণের সৃষ্টি হবে।