সুমন ইসলাম এর কবিতা- কালবিষ
কালবিষ
সুমন ইসলাম
উৎসর্গ :- সনৎ কুমার রায়
রক্তে কোন পাপ নেই আছে দারিদ্রতা
তাই জীবন যুদ্ধে হয়নি কখনো সমতা।
আছে অপরুপ সৌন্দর্যের অস্পষ্ট কুয়াশা
আছে বিষাক্ত নীল জলের শান্তশিষ্ট পিপাসা
আছে বির্বণ জীবনের ভাজে জ্বলন্ত শ্মশান
নেই ধুপ-চন্দন , জীবন পোড়ার শব্দহীন
তবুও জ্যোনাকির মতো চিতা নিভে-জ্বলে অবিরাম
চিতার গালিচায় পিপাসা , রক্ত চায় রক্তিম
শেষাবধি দারিদ্রতা চিতাও নিভে দিলো
আমি অর্ধপোড়া লাশ পুড়ছে না দুঃখগুলো
আজ পুড়বার তৃষ্ণা আমায় গ্রাস করছে
আমি ধুপ-চন্দন চাই না বেলকাঠ , এই অবেলায়
শিমুল কাঠেই পোড়ানো হোক আমায়।।
.
.
অর্বাচিন।