কিন্ডারগার্টেনের শিক্ষককে পিইসি’র পরীক্ষার নিরীক্ষক করার অভিযোগ
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় প্রাথমিক সমাপনী পরীক্ষার নিরীক্ষক পদে কিন্ডারগার্টেনের শিক্ষককে নিরীক্ষক পদে নিয়োগ দেয়ায় ফলাফলে শিক্ষার্থীদের অসমতা ও অনৈতিক প্রতিযোগিতার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ ছকি উদ্দীন বেসরকারি রেজিস্টার্ড স্কুলের একজন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক। তিনি বর্তমানে উপজেলার পাকেরহাটে অবস্থিত ট্যালেন্টসার্চ রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত। কিন্ডারগার্টেনে কর্মরত এই শিক্ষককে ইংরেজি খাতা মূল্যয়নে নিরীক্ষক করায় কোমলমতি শিক্ষার্থীদের অসম ও অনৈতিক প্রতিযোগিতা করা হয়েছে বলে অভিযোগে উঠে এসেছে। তবে উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনেক অভিজ্ঞ, দক্ষ ও ইংরেজি বিষয়ের শিক্ষক থাকা সত্বেও একজন অবসরপ্রাপ্ত বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী বর্তমানে একজন কিন্ডারগার্টেনের শিক্ষককে দায়িত্ব দেওয়ায় প্রশ্ন উঠেছে সুধীসমাজ, শিক্ষক ও অভিভাবক মহলের মাঝে। অভিযোগে এ বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা এবং ভবিষ্যতে প্রাইভেট প্রতিষ্ঠানে সম্পৃক্ত কোন ব্যক্তি যেন এ রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে না পারে তার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের কয়েকজন শিক্ষকের সাথে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করেন। এসোসিয়েশনের শিক্ষকরা জানান, আমাদের তো পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পর্যন্ত দেওয়া হয় না। সেখানে ট্যালেন্টসার্চ রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষককে কেন নিরীক্ষক করা হল। যখন প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষক পিএসসি পরীক্ষার নিরীক্ষক হয় তখন এর মান নিয়ে প্রশ্ন সবার হতেই পারে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষায় খাতা মূল্যয়নের ক্ষেত্রে কিন্ডারগার্ডেনের শিক্ষকদের অনুরোধে ও স্বচ্ছতার জন্যই কিন্ডারগার্ডেনের শিক্ষক নেওয়া হয়েছে। কিন্তু উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অর্ন্তভুক্ত শিক্ষকরা শিক্ষা অফিসারের বক্তব্যটি প্রত্যাখ্যান করেন। তারা বলেন, আমরা এ রকম অনুরোধ করতে করিনি। তবে বিশেষ কোন প্রতিষ্ঠান এরকম অনুরোধ করছে কি না আমরা জানিনা।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের পর যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।