কিশোরগঞ্জে ছাত্রলীগের বৃক্ষ রোপণ ও আলোচনা সভা
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শোকাবহ আগস্টের সারা মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগ এর আয়োজনে বৃক্ষ রোপণ ও আলোচনা সভা।
আজ বুধবার (৩০ আগষ্ট) দুপুর ১২টা কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।
সমাবেশে কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুল শাহ আপেল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মী ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান ডালিম।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।