কিশোরগঞ্জে দুই সন্তানের জননীকে পিঠিয়ে হত্যা
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জেলার কিশোরগঞ্জ উপজেলায় কল্পনা রানী (৪৫) নামে এক গৃহবধূর পিঠিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ি কামারপাড়া থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
কল্পনা রানী কামারপাড়া এলাকার ডলার ব্যবসায়ী বিষ্ণু চন্দ্র রায়ের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, কামারপাড়া এলাকার বিষ্ণু স্ত্রী থাকা অবস্থায় তিন মাস আগে পার্শ্ববর্তী তারাগঞ্জে কণিকা রানীকে (২৫) বিয়ে করেন। গত সপ্তাহে বিষ্ণু দ্বিতীয় স্ত্রী কণিকা রানীকে নিজ বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে প্রথম স্ত্রী কল্পনা রানীর সঙ্গে বিষ্ণুর প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে বুধবার (১৯ জুলাই) দিনগত রাতে বিষ্ণু কল্পনাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনার পর থেকে বিষ্ণু তার দ্বিতীয় স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানান, কল্পনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।