শাহিন মামুন এর কবিতা-কিশোর ফিলিস্তিনীর কন্ঠস্বর
কিশোর ফিলিস্তিনীর কন্ঠস্বর
শাহিন মামুন
আমি কিশোর সে তো এক শহীদ ফিলিস্তিনীর সন্তান।
আর আমার দেহ সদা প্রবাহমান যে লাল রক্ত
তাও তো এক শহীদ ফিলিস্তিনী যোদ্ধার।
ওরে ইহুদী শয়তান! মারবি কতো আর?
চালা বন্ধুকের গুলি, হিম্মত দেখি তোর
ওরে ইজরাইলের ইহুদী শয়তানের সন্তান!
আমি তো মুসলিম। আমি তো মুসলমান।
মুসলমান পৃথিবীর বুকে একবার মরে, বারবার নয়।
আমি কিশোর যোদ্ধা তো
আজকের ফিলিস্তিনী ভূমির বুকে নতুন নই,
আমি তো মাতৃগর্ভেই হয়েছি ফিলিস্তিনীর
একজন অকুতোভয় যোদ্ধা আর বিপ্লবী চেতনার।
জেনে যা ওরে ফিলিস্তিনীর বুকে আশ্রয় নেওয়া
যাযাবর জাতি ইজরাইলের ইহুদী শয়তানের সন্তানেরা!
তোরা তো এক যাযাবর আর অভিসপ্ত জাতি
আমার জন্মভূমি আরবের ফিলিস্তিনীর বুকে।
তোদের মতো নেই আমি কিশোর ফিলিস্তিনী যোদ্ধার
বন্ধুক-কামান-গুলি।
তবে আছে হৃদয় ভর্তি ইমান
এক আল্লাহ্ আর রাসূলের প্রতি।
কামান আমার আল্লাহ আকবর ধ্বনি
সাথে বন্ধুক আমার হাত আর পাথর তার গুলি।