সেলিনা জাহান প্রিয়ার কবিতা- কুহেলিকা
কুহেলিকা
—- সেলিনা জাহান প্রিয়া
তুমি আমি এক অচ্ছেদ্য ব্যবধানে দাঁড়িয়ে
তবু তোমার সাথে আমার লক্ষ যোজন তফাৎ।
মাত্র দু’খানা রেখা চিত্র,
একখানা তুমি আর আরেকখানা আমি
কত পাশাপাশি
অথচ কেউ নই কারো মিত্র।
বিষাদ সময় হয়ে আছে হিমালয়
আঁধার নাকি কুহেলিকা
কে কত আপন?
অবোঝাই রয়েগেছে বহুকাল;
বৃথাই তবু বেছে নিতে হয়
তোমার ভালবাসা !!
এখনো নীলিমায় অনেক রঙ
এখনো চোখের ভিতর শিরীষের বন
এখনো তোমাকে দেখে খুঁজে ফিরি সেই মেঠো পথ!
নিঃশ্বাসে তুমি
নাকি বিশ্বাসে?
পাওয়া কিংবা না পাওয়া
মাঝামাঝিই থাক অনুক্ষণ
পোড়া চোখ বোঝেনা তবু
কাছে থেকেও তুমি নও কাছে কখনোই
কুহেলিকা হয়ে রও অহর্নিশ।
মনের মাঝের ফ্রেমটা,
মনের ভিতর তোমার ছবি
বসে আছি অনাদিকাল;
একটি নিপূণ কবিতার জন্য
অপেক্ষা ছিল,
একটি যথার্থ সম্পর্কের জন্যও
অপেক্ষায় ছিলাম বহূকাল;
অপেক্ষায় থেকে থেকে হৃদয়ে ক্ষরণ বেড়েছে বহূবিধ।
নীল আকাশ, দূরের গাঁ তেপান্তরের মাঠ;
ডাকে আমায় অচীন গাঁয়ের অবুঝ বন
সাঁওতালী রাত, জ্যোৎস্না আকাশ;
ডাকে আমায় জুম-পাহাড়ের নদীর কাছে !
তবু মনের মধ্যে অপূর্ণতার মহাকাশ নিয়ে লক্ষ নক্ষত্র হয়ে জ্বলে থাকা
একটি নিখাঁদ অনাপাক্ষিক কবিতার জন্য অনন্তের অপেক্ষা;
একটি কবিতার জন্য আজন্ম দীর্ঘশ্বাস।