ঘন কুয়াশায় দেশের ৩ নৌপথ বন্ধ

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

এই ঘন কুয়াশার কারণে দেশের তিনটি রুটে নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। রুটগুলো হলো দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাওরাকান্দি ও শরীয়তপুর-চাঁদপুর। এই তিন রুটে প্রায় ৮ ঘণ্টা ধরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টা থেকে শরীয়তপুর-চাঁদপুর ও শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। প্রায় একই সময় থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে গতকাল দিবাগত রাত দেড়টা থেকে নৌ চলাচল বন্ধ।

অন্যদিকে আজ ভোর থেকে মঙ্গলমাঝিরহাট ও শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ। দুই পারে শত শত গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছেন পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুদের কষ্ট অবর্ণনীয়।

বিআইডাব্লিউটিসির একজন কর্মকর্তা বলেন, গতকাল রাত ২টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!