মো. সেলিম হোসেন এর কবিতা-কেমন নজর
কেমন নজর
————- মো. সেলিম হোসেন
আমি হাসি বারো মাসি
শ্রাবন জলেও ভাসি,
ভাসা তো কেউ দেখে না গো
দেখে শুধু হাসি।
সুখ পেলে বলে সবাই
আমি কত সুখি!
দুঃখ পেলে বুঝেনা কেউ
আমি কত দুখী।
দুখের কেউ নয় গো বুঝি
সুখেরী দাস-দাসী,
ভাসা তো কেউ দেখে না গো
দেখে শুধু হাসি।
ভালো করলে বলেনা কেউ
মন্দ করলে বলে,
শোকে কেউ আসেনা পাশে
আসে সুখে দলে।
সুনাম গীতি গাহেনা কেউ
নিন্দুক রাশি-রাশি,
ভাসা তো কেউ দেখে না গে
দেখে শুধু হাসি।
ভরা পেটে সকল জনেই
খেতে বলে রোজ,
আহার বিহীন থাকি যখন
রাখেনা কেউ খোঁজ।
ভাঙ্গা কূলা যেমন-তেমন
বাজেনা ভাঙ্গা বাঁশি,
ভাসা তো কেউ দেখে নাগো
দেখে শুধু হাসি।
কেমন নজর দিলা বিধি
মানব জাতির তরে?
বাহির পানে দেখে ভালো
দেখে না ভিতরে।
ভেতর থেকে আসে কঠিন
কোন সে মরণ কাঁশি,
ভাসা তো কেউ দেখে নাগো
দেখে শুধু হাসি।