ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ছাত্রলীগ: নীলফামারীতে সোহাগ
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন,‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। সারাদেশে এভাবে মানুষের পাশে ছুটে যাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। কিন্তু বিএনপির কোন নেতাকর্মী আপনাদের কাছে আসেননি।
এসময় তিনি বলেন, দেশ এগিয়ে চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ২০২১ সালের মধ্যে দেশে ত্রাণ নেওয়ার কোন লোক থাকবে না।
আজ বুধবার দুপুরে জেলার ডিমলা উপজেলায় তিস্তা নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। উপজেলার ডালিয়ায় অবস্থিত তিস্তা কলেজ মাঠে ওই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দীন সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, কেন্দ্রিয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, টেপাখড়িবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার।
জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেল জানান, তিস্তায় বন্যায় দুই শতাধিক ক্ষতিগ্রস্তের মাঝে জেলা ছাত্রলীগের ব্যাক্তিগত অর্থায়নে দুই শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী ও বানভাসী ৮ টি পরিবারকে নগদ অর্থ দেওয়া হয়।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।