খানসামার প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

 

 

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৎ মনোভাব গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের সার্বিক পরিকল্পনায় বিদ্যালয় ভিত্তিক সততা স্টোরের উদ্বোধন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে দিনাজপুরের খানসামায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনায় ৩২নং উত্তর গোয়লডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সততা স্টোর উদ্বোধন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন এটির উদ্বোধন করেন। এরপূর্বে উপজেলার ৩২নং কুমড়িয়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৫নং কাচিনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে সততা স্টোর চালু করা হয়। তবে স্টোরগুলোতে ক্রেতা শিক্ষার্থীরা সৎ মনোভাব প্রস্ফুটিত করতে দোকানদার ছাড়াই নিজেদের প্রয়োজনীয় খাতা, কলম, পেন্সিল, রাবার, শার্পনার, কালার পেন্সিল এবং স্কেল অন্যান্য জিনিসপত্র নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয় করবে। আর স্কুল ছুটির পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা দায়িত্বরত শিক্ষকগণ নিত্যদিনের হিসাব-নিকাশ সম্পন্ন করবেন।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!