খানসামায় অভিভাবক সমাবেশ ও ইফতার মাহফিল
খানসামা(দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামা উপজেলার শাপলা গার্লস স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও শাপলা কলেজ কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ মোঃ আঃ জব্বারের সভাপতিত্বে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মিসেস শাহীন আলী, দিনাজপুর-১ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রোকৌ. হরেন্দ্রনাথ বর্মণ, উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ্, সহকারি কমিশনা (ভূমি) মো. সোলেমান আলী, খানসামা থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, শাপলা গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি জাকারিয়া চৌধুরী ও অধ্যক্ষ মোঃ মনজেল চৌধুরী আঙ্গার পাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ্, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো. আইনুল হক শাহ্, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান আ স ম আতাউর রহমান, খামারপাড়া ইউপি চেয়ারম্যান মো. সাজেদুল হক সাজু, ভাবকী ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশ শেষে উপজেলার বিভিন্ন গ্রামের ৪১.৬৮৬ কি.মি মাইলেজ ব্যাপী ২৪৫১ টি মিটারের বিদ্যুতায়নের উদ্বোধন, সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক ২৭ টি টিউবওয়েল বিতরন ও শাপলা গার্লস স্কুল এন্ড কলেজের ৪ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।