খানসামায় আব্দুল জব্বার হেডামাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
খানসামা(দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনীতিবিদ মরহুম আব্দুল জব্বার হেডমাস্টারের ১২ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে “আব্দুল জব্বার হেডামাস্টার স্মৃতি ফাউন্ডেশন” এর আয়োজনে স্মরণ সভা ও খানসামা উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস.এস.সি/১৭ পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকেলে আব্দুল জব্বার স্মৃতি ফাউন্ডেশন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৫ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, বৃত্তির টাকা এবং সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে আব্দুল জব্বার হেডমাস্টারের প্রিয় ছাত্র দিনাজপুর সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে শিশু বিশেষজ্ঞ ডা. শেখ ফরিদ, এ্যাড. রেয়াজুল ইসলাজ রাজু, ৩ নং আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উক্ত ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ:জব্বার, সম্পাদক জমিরউদ্দীন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গণিত বিষয়ের সহকারি অধ্যাপক বাবু জীতেন্দ্র নাথ রায়, নিউপাকেরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. রজব আলীসহ কৃতি শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।