খানসামায় কাব ও স্কাউটস দলের ওরিয়েন্টশন
খানসামা(দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটসের আয়োজনে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ এপ্রিল বুধবার সকাল থেকে উপজেলার চারটি ভেন্যুতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সকালে উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান একত্রে চার ব্যাচের ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৪২ জন এবং মাযধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজমুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. আবু সাঈদ মোহাম্মদ আতাউর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের দিনাজপুর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প সমন্বয়কারী (শিক্ষা) তাপস কুমার বিষ্ণু, সিনিয়র টেকনিক্যাল অফিসার শরিফুল ইসলাম, টেকনিক্যাল অফিসার রবিউল ইসলাম ও হিসাব রক্ষণ অফিসার বিশ্বজিৎ কুমার সেন, চার ব্যাচের কোর্স লিডার মো: আমিনুল ইসলাম, মুহম্মদ জালাল উদ্দীন, শফিকুল আলম রঞ্জু ও কহিনুর ইসলাম সহ ১৬ জন প্রশিক্ষক।
পরে উপজেলা অডিটরিয়াম, উপজেলা কমপ্লেক্স হলরুম, খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেন্যুতে সারা দিনব্যাপী ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত হয়।