খানসামায় কুতুবডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় কুতুবডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি/১৮ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। আজ ২৮ জানুয়ারী রবিবার দুপুর ১ ঘটিকায় স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষার্থীরা বিদায় নেয়। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা কুতুবডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণী কান্ত শিক্ষার্থীদের যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের যোগ্য তৈরি করার গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য বিদ্যালয়টি অত্যন্ত প্রত্যন্ত এলাকায় অবস্থিত। এ কারনে এই বিদ্যালয়ে অনগ্রসর পরিবারের শিক্ষার্থীরা পড়ালেখা করে। চলতি বছর ৪১জন শিক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে। বিদ্যালয়টিতে মাধ্যমিক পর্যায়ে এমপিও না থাকার কারনে শিক্ষাকার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয় ও অনুষ্ঠানের সভাপতি কেশব রায়।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।