খানসামায় নিরাপদ সবজি উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি বিষয়ক অবহিতকরণ সভা
খানসামা(দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় নিরাপদ সবজি উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি বিষয়ক কৃষক-কৃষাণী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার মরিয়ম বাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খানসামার আয়োজনে ইস্পাহানি এগ্রো লিঃ ও ফারাহ জৈব সারের সৌজন্যে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সহিদুজ্জামান শাহ।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আলতাব হোসেন, ইস্পাহানী এগ্রো লিঃ এর আঞ্চলিক কর্মকর্তা কৃষিবিদ তাজউদ্দীন আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজমুল হক, সমবায় কর্মকর্তা মোঃ মন্জুর মোর্শেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আঃ রাজ্জাক, আলোকঝাড়ি ইউপির চেয়ারম্যান আ স ম আতাউর রহমান ও সাবেক চেয়ারম্যান মোকছেদুল গণি রাব্বু শাহ্ , কৃষক হামিদুল ইসলাম শাহ সহ প্রমুখ।