খানসামায় প্রযুক্তি নির্ভর ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক মানসম্মত ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান সাইডীরিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকাল সাড়ে ৩টায় আলহাজ মো. আব্দুল লতিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক সফিউল আযম চৌধুরী লায়ন গোয়ালডিহি গ্রামে স্কুলটির উদ্বোধন করেন। ‘আমরা স্বপ্ন দেখি মেধাবী বাংলাদেশ গড়ার’ প্রত্যয়ে প্রযুক্তি নির্ভর উপজেলার প্রথম ইংরেজি মাধ্যমের স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। তবে ইংরেজির পাশাপাশি বাংলা মাধ্যমও চালু থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো. আইনুল হক শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন, ইউনিয়ন আওমী লীগের সাধারণ সম্পাদক মো. ছলিম উদ্দিন শাহ্ প্রমূখ।
এ সময় প্রবীণ সাংবাদিক নুর ইসলাম শাহ্, সমাজ সেবক আলহাজ আতাহার হোসেন শাহ্, পলি রায়, প্রভাষক আখতারুজ্জামান দেওয়ান এবং ম্যানেজিং কমিটির সদস্য মোনায়েম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।