খানসামায় বজ্রপাতে ২ নারী আহত
ভূপেন্দ্র নাথ রায়, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় বজ্রপাতে ২ নারী গুরুতর হয়েছে। বুধবার রাত ১০ টায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রচন্ড গর্জনে বজ্রপাত ঘটে। উপজেলার ভান্ডারদহ গ্রামের জিলা হাজী পাড়ার সেলিম ইসলামের স্ত্রী শারবানু (২৮) এবং ভেরভেরি কচিহাজী পাড়ার মিনারুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার বজ্রপাতে আহত হয়ে পাকেরহাট হাসপাতালে ভর্তি রয়েছে। সরেজমিনে দেখা যায়, এর মধ্যে শারবানু কিছুটা সুস্থ হয়ে উঠলেও জেসমিনের ডান পা অবশ হয়ে গেছে। শারবানুর জানায়, চাইরদিক অন্ধকার হয়ে ফোটা ফোটা পানি পড়ে এবং দেওয়া খারাপ করে জোরে জোরে ফোটে। এই সময় পানি আনিবার তানে টিবল পাড় গেলে ফক্কাৎ করি জ্বলি ওঠে। শরীলে ঝিম ধরে, পোড়া পোড়া অসহ্য গোন্ধে বুকটা বন্দ হয়। কোন রকম ঘরত দৌড়ে আসি আর বলতে পাই না। তার শাশুড়ি বলে, শারবানু ঘরে এসে অজ্ঞান হলে তাড়াতাড়ি হাসপালে নেয়া হয়। অন্যদিকে গুড়িগুড়ি বৃষ্টি ও আকাশ চমকানোর কারনে জেসমিন তাড়তাড়ি পা ধুতে বারান্দার পাশে নলকূপে যায়। এসময় ২য় বার বিকট শব্দে চারদিক আলোকিত হয় এবং শরীর জ্বলতে থাকে, পায়ে ঝিমুনি ধরে। এরপর তাকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বজ্রপাতে আহতদের ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল আউয়াল বলেন, শারবানু ও জেসমিন আক্তারকে জ্বালাপোড়া কমানোর জন্য লোকাল অয়েনমেন্ট, ব্যাথার ওষুধ এবং স্যালাইন দেয়া হয়েছে। আজ (বুধবার) পরিদর্শনের সময় দেখি জেসমিনের ডান পা অবশ হয়েছে। তবে আশা করা যায় ২-৩ সপ্তাহের মধ্যে সে আরোগ্য হয়ে উঠবে।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।